নতুন বছরে গুগলের বিশেষ ডুডল

১ জানুয়ারি, ২০২১ ০২:১৭  
পুরনো সব জীর্ণতাকে দূরে ঠেলে বিশেষ ডুডলে নতুন বছরকে বরণ করেছে সার্চ ইঞ্জিন গুগল। ভার্চুয়াল আকাশে উদয় হয়েছে ইংরেজি নববর্ষের নতুন সূর্য। নতুন বছর ২০২১ এর প্রথমদিনে একটি ডুডল প্রকাশ করেছে গুগল। এবার একটি পুরানো ফ্যাশন বার্ড হাউজ-ঘড়ির সঙ্গে ডুডল তৈরি করেছে গুগল, যাতে ২০২০ সাল লেখা। তাতে ক্লিক করলেই খুলে যাচ্ছে নিউ ইয়ার্স ইভ’র একটি পেজ। সঙ্গে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের মাথা থেকে ঝড়ে পড়ছে অজস্র রংবেরঙের কাগজ কুঁচি। একইসাথে বিশ্বাসী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তাও দিতে দেখা গিয়েছে গুগলকে।